চাঁদপুরের শাহরাস্তি (গেইট) দোয়াভাঙ্গা বাস স্টপেজে ২ যাত্রীবাহী বাসের গতি প্রতিযোগিতা নিয়ে সংঘর্ষে ২ পরিবহন শ্রমিক আহত হয়েছেন। ২৮ আগস্ট শনিবার বিকেলে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় চাঁদপুর থেকে কুমিল্লাগামী যাত্রবাহী বোগদাদ পরিবহন ও রিলাক্স পরিবহনের ওভারটেক নিয়ে দুই বাসের ঘর্ষণ বাঁধে। এ সময় উভয় পরিবহনের শ্রমিকদের মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়। ও দুই জন শ্রমিক আহত হন।
আহত পরিবার সূত্রে জানায়,রিলাক্স পরিবহনের লাইনম্যান মো.হারুন, বোগদাদ পরিবহনের কন্টেকটার শাকিল (৩৫) ও চালক মোশাররফ হোসেন (২৮) কে বেদম মারধর করে এবং গুরুতর আহত হয়।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ বোগদাদ পরিহনের শ্রমিক মোঃ হারুনকে (৩৫) হেফাযতে নেয়।
বোগদাদ বাসের যাত্রী কুলসুম আক্তার (৪২) চাঁদপুর টাইমসকে জানান, দোয়াভাঙ্গা বাস স্টপেজে এসে দুটি বাসের ঘর্ষণ লাগলেও বাস দুটি বাবুরহাট স্টপেজ হতে গতি প্রতিযোগিতা করে আসছিল।
বাসের চালক মোশারফ হোসেন চাঁদপুর টাইমসকে জানান, দোয়াভাঙ্গা বাসস্টপেজে এসে রিলাক্স পরিবহনের একটি বাস আমার গাড়িকে ঘষা মারে। এতে গাড়ির গ্লাস ও বডি ক্ষতিগ্রস্থ হয়। এরপর রিলাক্স পরিবহনের শ্রমিকরা আমি ও আমার কন্টেকটার শাকিলকে মারধর করে আহত করে। শাকিল বর্তমানে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
রিলাক্স পরিবহনের লাইন সুপারভাইজার মোঃ মনির হোসেন চাঁদপুর টাইমসকে জানান, বোগদাদ পরিবহন রাস্তায় রিলাক্স পরিবহনকে সাইড দেয় না। বিভিন্ন সময়ে আমাদের শ্রমিকদের সাথে তারা খারাপ ব্যবহার করে। আজকের ঘটনায় বোগদাদের চালককে জিজ্ঞেস করতে গেলে তারা এ পরিস্থিতির সৃষ্টি করে। বোগদাদ বাসের ফ্যানের সাথে লেগে তাদের শ্রমিক আহত হয়েছে।
বোগদাদ পরিবহনের লাইন সুপারভাইজার মোঃ জসিম উদ্দিন চাঁদপুর টাইমসকে জানান, রিলাক্স পরিবহনের শ্রমিকরা বোগদাদ পরিবহনের একটি বাসকে ক্ষতিগ্রস্থ করেছে। এরপর ওই বাসের শ্রমিকদের বেদম মারধর করেছে।রিলাক্স পরিবহন বোগদাদ পরিবহনকে সাইড দেন না। সব সময় রিলাক্স পরিবহন প্রতিযোগিতা নিয়ে চলাচল করছে।
শাহরাস্তি ও কচুয়া থানা ট্রাফিক ইউনিটের ইনচার্জ সার্জেন্ট মোঃ কবির হোসেন চাঁদপুর টাইমসকে জানান, দুই পরিবহনের মাঝে হিংসাত্মক গতি প্রতিযোগিতার ফলে এ ঘটনা ঘটেছে। উভয় পরিবহনের শ্রমিক ও লাইনম্যানদের মাঝে পারস্পরিক অসহযোহিতা এবং বৈরী মনোভাবের কারণে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে যানজট বাড়ছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান চাঁদপুর টাইমসকে জানান, দুই পরিবহনের শ্রমিকদের মাঝে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিবৃত্ত করেছে। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
শাহরাস্তি প্রতিনিধি