Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ লেখক ফোরাম থেকে শামীম হাসানের পদত্যাগ
লেখক ফোরাম

ফরিদগঞ্জ লেখক ফোরাম থেকে শামীম হাসানের পদত্যাগ

সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ফরিদগঞ্জ লেখক ফোরামের সদস্য পদ ও সকল ধরণের কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শামীম হাসান। তিনি ২০১৮-‘১৯ ও ২০১৯-‘২০ অর্থ বছরে টানা দ্বিতীয়বারের মত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত উপস্থাপক হিসেবে ভূমিকা রেখেছেন।

২৮ আগস্ট শনাবার সংগঠনের সভাপতি ইলিয়াস বকুলের কাছে লিখিত আবেদনের মাধ্যমে তিনি সংগঠনের সকল ধরণের কার্যক্রম থেকে স্বেচ্ছায় অব্যহতি নেন।

জানা যায়, করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ‘বাজার বাড়ি’ সংগঠনের সদস্য হিসেবে কাজ করা ও তিনি সাধারণ সম্পাদক থাকাকালীন বাজার বাড়িকে লেখক ফোরাম কার্যালয় অস্থায়ী ভিত্তিতে ব্যবহারের অনুমতি দেওয়ায় সংগঠনের প্রতিষ্ঠাতাসহ নীতি নির্ধারকগণ তার উপর চড়াও হন। একই সাথে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ‘প্রজ্জলন’ এর ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক ক্লাস পরিচালনাতেও হস্তক্ষেপ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা। তাই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখতে তিনি স্বেচ্ছায় লেখক ফোরামের সদস্যপদ থেকে পদত্যাগ করেন।

এ বিষয়ে শামীম হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লেখক ফোরামে আমি আবেগের জায়গা থেকেই কাজ করতাম। সামাজিক সংগঠন হিসেবে সেখানে যেমন কাজ করেছি, ‘বাজার বাড়ি’ প্রজ্জলনেও সেভাবে কাজ করেছি, করছি। এক সাথে থেকে দ্বন্দ্ব বাড়ানোর চেয়ে দূরে থেকে সম্পর্কটা ভালো থাকুক এটাই চাই। ভালো থাকুক লেখক ফোরাম। ভালো চলুক সংগঠনের কার্যক্রম।

স্টাফ রিপোর্টার