আশিক বিন রহিম:
বিআইডব্লিউটিএর এমপ্লয়ীজ ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার শহরের বড়ষ্টেশন বিআইডব্লিউটিএর পাইলট হাউজে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বিআইডব্লিউটিএ এমপ্লয়ীজ ইউনিয়ন চাঁদপুর শাখার চেয়ারম্যান মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির সভাপতি বীর মুক্তিযুদ্ধা মো. আ. রাজ্জাক।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব বিআইডব্লিউটিএর এমপ্লয়ীজদের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তা খতিয়ে দেখে অভিযুক্তদের ব্যপারে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে। আপানারা আমদের যেভাবে সম্মান দিয়েছেন তাতে আমরা খুবই আনন্দিত। আশা করবো আগামিতেও আপনারা একসাথে কাঁধে কাঁধ রেখে সংগঠনের স্বার্থে কাজ করে যাবেন।
চাঁদপুর শাখার সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন ভুইয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লিয়াকত আলী খান, মুক্তিযুদ্ধা মো. আব্দুল. হক, সাধারণ সম্পাদক এ কে এম গোলাম মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুবুল রহমান, অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন ভূইয়া, ক্রীড়া সম্পাদক আক্তর হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহামন, চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গির হোসেন।
এছাড়াও সংগঠনে সাধারণ কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন, হেট পাইলট মনির আলী খাঁন, পাইলট মো. আক্তার হোসেন, মো. আলী, আনোয়ার হোসেন, মোজাম্মেল হুদা, নি¤œমান সহকারি সালাউদ্দিন প্রমুখ।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur