চাঁদপুরের কচুয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় জহিরুল হক নামের এক অবসরপ্রাপ্ত প্রকৌশলী নিহত হওয়ার ঘটনায় শোকাহত পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের খাজুরিয়া পেট্রোল পাম্প এলাকায় সানন্দপাড়া ব্রীজের সামনে আহত হয়ে মারা যান প্রকৌশলী জহিরুল হক।
কচুয়া উপজেলার পিপলকরা গ্রামের অধিবাসী চাঁদপুর জেলা পরিষদ ও কচুয়া উপজেলা প্রকৌশলী অফিসের সাবেক সহকারী প্রকৌশলী মো. জহিরুল হকের মৃত্যুতে পিপলকরা সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি কাজী মোস্তফা কামাল,কচুয়া ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জিসান আহমেদ নান্নু,সাধারন সম্পাদক জামাল হোসেনসহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় মরহুমের জান্নাতময়ী জীবন কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur