Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় প্রবাসীদের অর্থায়নে অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী প্রদান
অক্সিজেন

কচুয়ায় প্রবাসীদের অর্থায়নে অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী প্রদান

চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের অর্থায়নে ও জাতীয়তাবাদী ফোরামের অন্যতম নেতা মো. শাহজাহান চৌধুরীর নেতৃত্বে করোনা রোগীদের সেবা দেয়ার লক্ষে অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে টেলিকনফারেন্সে নেতাকর্মী ও এলাকাবাসীর সার্বিক খোজখবর নেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহসানুল হক মিলন।

এসময় তিনি বলেন, মাঝিগাছা গ্রামে প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের নেতাকর্মীদের এ উদ্যোগ নেয়ার জন্য স্বাগত জানাই। কচুয়ার কোনো মানুষ যাতে বিনা চিকিৎসায় মারা না যায় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

১৩ আগস্ট শুক্রবার বিকালে উপজেলার মাঝিগাছা বাজার সংলগ্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে কচুয়া উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ মো. ইউসুফ মিয়াজী প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী প্রদান করেন।

সাবেক ছাত্র নেতা মো.ইউসুফ মিয়াজী বলেন, প্রবাসীদের অর্থায়নে আজকে আমরা মাঝিগাছা গ্রামের সাধারণ মানুষের সুরক্ষার জন্য অক্সিজেন সেবা ও বিভিন্ন সুরক্ষা সামগ্রী দিচ্ছি। দেশের এই ক্লান্তিলগ্নে যার যার সামর্থ অনুযায়ী সকলেই এগিয়ে আসতে হবে।

এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ পাটওয়ারী,সৌদি আরব বিএনপির সহ-সভাপতি কাউছার হামিদ,ছাত্রদল নেতা শাহীন প্রধান,তুহিন পাটওয়ারী বাবু,শাহীন পাটওয়ারী,সজিব মিয়াজী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে পথচারী ও চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ আগস্ট ২০২১