মতলব দক্ষিণ উপজেলার ১১৭ নং ঢাকিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম মোহন।
৭ আগস্ট শনিবার বেলা এগারোটায় বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে সভাপতি গঠন কল্পে স্বাস্থ্য বিধি মেনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ মামুনুর রশীদ মৃধা ও সভা পরিচালনা করেন সাবেক সভাপতি ডাঃ মোখলেছুর রহমান। উক্ত সভায় ১১৭ নং ঢাকিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রার্থী হিসেবে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
তন্মোধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন। এ সময় ম্যানেজিং কমিটির ১১ জন ভোটারের মধ্যে ১০ জন ভোটার উপস্থিত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার বৈরাম খান, অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক মৃধা,সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রধান,আওয়ামী লীগ নেতা বিল্লাল প্রধান,আবু কাজী,মিজান ভূইয়া,জহির, যুবলীগ নেতা মহিন,রুবেল,দিনারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত সভার প্রধান সমন্বয়ক ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানারা বেগম।
মোঃ সাইফুল ইসলাম মোহন সভাপতি নির্বাচিত হওয়ায় সাংসদ নুরুল আমিন রুহুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপরদিকে নব নির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম মোহন অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur