Home / চাঁদপুর / চাঁদপুরে গণ‌টিকা কার্যক্রম প‌রিদর্শনে পু‌লিশ সুপার
পু‌লিশ সুপার

চাঁদপুরে গণ‌টিকা কার্যক্রম প‌রিদর্শনে পু‌লিশ সুপার

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় চাঁদপুরে সকল উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।

৭ আগস্ট শনিবার বৈ‌রি আবহাওয়ার ম‌ধ্যেও এ কার্যক্রম চলে। চাঁদপু‌রে প্রতিটি গণ‌টিকা কে‌ন্দ্রেগু‌লো‌তে ব্যাপক উপ‌স্থি‌তি লক্ষ্য করা গে‌ছে। সকালে চাঁদপু‌রে গণটিকা কার্যক্রম প‌রিদর্শন কর‌লেন পৃ‌লিশ সুপার মিলন মাহামুদ পি‌পিএম (বার)। তিনি চাঁদপুর সদ‌রের আ‌শিকা‌টি, বাগাদী, শাহ‌ মোহাম্মদপুর ইউ‌নিয়ন এবং পৌরেসভার ৬নং ওয়া‌র্ডের টিকা দান কার্যক্রম প‌রিদর্শন ক‌রেন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার সুদীপ্ত রায়, ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ আবদুর র‌শিদ, ইন্স‌পেক্টর এনামুল হক চৌধুরী চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউ‌ন্সিলর সো‌হেল রানা প্রমুখ।

জানা যায়,শ‌নিবার সকাল ৯টা থে‌কে চাঁদপু‌রে ৮ উপ‌জেলার ৯২ টি ইউ‌নিয়‌নে ও চাঁদপুর এবং হাজীগঞ্জ পৌরসভার ২৮‌টি ওয়া‌র্ডে এক‌যো‌গে টিকাদান কার্যক্রম প‌রিচা‌লিত হয়। এদিন ২৫ বছরের ঊর্ধ্বে ৬ শতাধিক নারী ও পুরুষ টিকা গ্রহণ করেন। গণটিকার দ্বিতীয় ধাপে অর্থাৎ আগামি ১৪ আগস্ট থেকে ১৮ বছরের ঊর্ধ্বে নারী ও পুরুষরাও টিকা গ্রহণ করতে পারবেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম