বীর মুক্তিযদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্ম বার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর প্রা.শিক্ষা বিভাগের কর্ণধার ডিপিইও মো. সাহাব উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার ইউইও নাজমা বেগম,সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব দেলোয়ার হোসেন।
শিক্ষা বিভাগের শ্রদ্ধা নিবেদনের পরপরই পৌরসভার ৭টি বিদ্যালয়ের স্ব-স্ব প্রধান শিক্ষকের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিদ্যালয়গুলো হলোঃহাসান আলী মডেল সপ্রাবি,বিষ্নদী আজিমিয়া, উত্তর শ্রীরামদী,ষোলঘর,২নংবালক,৩নংবালক ও গুয়াখোলা সপ্রাবি।
বার্তা কক্ষ , ৫ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur