চাঁদপুরের শাহরাস্তিতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্টে ৬টি মামলা ও জরিমানা করা হয়েছে।
২ আগস্ট সোমবার শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সার্বিক নির্দেশনায় শাহরাস্তি উপজেলার আয়নাতলী বাজার, চিতোষী বাজার, মোল্লার দর্জ্জা উঘারিয়া, বেরনাইয়া ও খিলা বাজারসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় স্বাস্থ্যঝুঁকি সৃষ্টিকারী ও সরকারি বিধি-নিষেধ অমান্যকারীদের আইনের আওতায় এনে মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি মামলায় ১৬,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।
এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসন,শাহরাস্তির উদ্যোগে মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশের একটি দক্ষ ও চৌকস টিম। করোনা মোকাবেলায় ও লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। ঘরে থাকুন নিরাপদে থাকুন।
প্রতিবেদকঃ মো.জামাল হোসেন, ২ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur