চাঁদপুরের কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা বজুরীখোলা গ্রামে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা মো. মুক্তার হোসেন দ্বীনিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেছেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম ও উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ।
এসময় তারা মাদ্রাসার যাবতীয় শিক্ষাকার্যক্রম খোজখবর নেন এবং এতিমখানা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং উন্নয়নের বিষয়ে প্রতিশ্রুতি দেন।
এসময় উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur