Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / আওয়ামী লীগ জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে: এমপি রুহুল
জনগণের

আওয়ামী লীগ জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে: এমপি রুহুল

আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, বিশ্বের উন্নত অনেকগুলো দেশ করোনার প্রকোপে হিমশিম খাচ্ছে। সেখানে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও আন্তরক দক্ষতায় দেশ এগিয়ে যাচ্ছে। জনগণের সুস্বাস্থ্য রক্ষার্থে স্বল্প সময়ের মধ্যে পর্যাপ্ত টিকা ব্যবহার করতে পেরেছে। লকডাউন চলাকালীন সময়ে খেটে খাওয়া ও অসচ্ছল মানুষের ঘরে ঘরে নগদ অর্থ খাদ্য এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়াা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে ছিল, আছি এবং ভবিষ্যতেও থাকবে।

১৫ জুলাই বৃহস্পতিবার সকালে ছেংগারচর পৌর অডিটোরিয়ামে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে উপজেলার ছেংগারচর পৌরসভায় ৪৬ মেট্রিক টন চাল ১০ কেজি করে ৪৬০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পৌরসভায় ৪হাজার ৬০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল দুর্যোগ সফলভাবে মোকাবেলা হচ্ছে । প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, এদেশের কেউ না খেয়ে থাকবে না। সেই লক্ষ্যে মহামারি করোনাভাইরাস এর এই দুর্যোগেও নেত্রী নির্দেশে আমাদের দলের সকল নেতাকর্মীরা সাধারণ মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে কাজ করছে।

এক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের উচ্চবিত্তদের জনকল্যাণে এগ্রিয় আসতে হবে। সকলের সচেতনতার মাধ্যমেই করোনাকে জয় করা যাবে আশা প্রকাশ করে তিনি বলেন, জীবন এবং জীবিকার সমন্বয় রাখার জন্য সরকার চলমান বিধিনিষেধ শিথিল করেছে। আমাদের সকলকেই নিয়ম মেনে টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার ও উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা সাদ্দাম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজি, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, কাউন্সিল বোরহান উদ্দিন প্রধান, শাহাদাত হোসেন খোকন ঢালী, মহিলা কাউন্সিল মনোয়ারা বেগম,মিল্লাতুন নেছা মিলি, শিউলি আক্তার, বিশিষ্ট সমাজ সেবক মোসলেম খান, ছেংগারচর পৌর যুবলীগ নেতা মোঃ ওমর খান, মোঃ নাজমুল খান, ছাত্ররীগ নেতা নূরনবী খান, হারুন-অর-রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন। ছেংগারচর পৌরসভায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের সার্বিক তত্বাবধানে ছিলেন,ছেংগারচর পৌরসভার সচিব শাহ সুফিয়ান খান।

নিজস্ব প্রতিবেদক