সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধি নিষেধের পঞ্চম দিন সোমবারও চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় লকডাউনের পঞ্চম দিনে প্রশাসনের তৎপরতা রয়েছে চোখে পরার মত।
দেশব্যাপী কঠোর লকডাউনের ৫ম দিনে আজ সোমবার এ উপজেলায় রিক্সা,অটোবাইক,মোটরসাইকেল ও লোকজনের চলাচল কিছুটা বেড়েছে। পূর্বের ন্যায় উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ, সেনাবাহিনী টহল অব্যাহত থাকলেও বিভিন্ন অজুহাতে লোকজন রাস্তায় বেরিয়েছে।
আর এ কারণে স্বাস্থবিধি না মানায় ৫ জুলাই সোমবার ও গত বৃহস্পতিবার শুক্রবার শনিবার ও রোববার এই ৫ দিনে ৪০ জনকে ৪৪ হাজার ৫শ’ ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিনা কারণে ঘরের বাইরে বের হলেই করা হচ্ছে জরিমানা আদায়। করোনার বিধিনিষেধ না মানায় সোমবার কোভিড-১৯ বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান নেতৃত্বে সেনাবাহিনী ও মতলব উত্তর থানা পুলিশের সহযোগিতায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার, পাঁচআনী চৌরাস্তা বাজার, এখলাছপুর বাজার, সটাকী বাজার, ষাটনল বাজার, কালীপুর বাজার ও লঞ্চঘাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় তিন ব্যক্তি/প্রতিষ্ঠানকে ২,০০০/- টাকা অর্থন্ড প্রদান করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
নিজস্ব প্রতিবেদক