Home / চাঁদপুর / চাঁদপুর শহরে সাজেদা ফাউন্ডেশনের খাবার বিতরণ
খাবার

চাঁদপুর শহরে সাজেদা ফাউন্ডেশনের খাবার বিতরণ

চাঁদপুরে কোভিট-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির মাঝে ইস্টার্ন ব্যাংকের সহযোগিতায় বিনামূল্যে খাবার বিতরণ অব্যাহত রেখেছে সাজেদা ফাউন্ডেশন।

১ জুলাই বৃহস্পতিবার সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে চাঁদপুর শহরের পুরাণবাজার ও নতুন বাজার এলাকায় প্রায় ১হাজার পরিবারকে রান্নাকরা খাবার প্যাকেটজাত করে বিতরণ করা হয়।

এর মধ্যে পুরাণবাজারে খলিল হােটেলে ৩৭২জন, নতুনবাজর কামাল হোটেলে ১১৫ জন, নিউ ক্যাফে ঝিল রেস্টুরেন্ট ৯৩ এবং রেলওয়ে রেস্তোরায় ৩৪১জন সহ মোট ৯২১জনকে এ খাবার দেয়া হয়।

সাজেদা ফাউন্ডেশন চাঁদপুর অঞ্চলের টাউন ফোকাল পারসন মাে: শাহজাহান আলী জানান,দেশের বিভিন্ন জেলার ন্যায় চাঁদপুর পৌরসভা এলাকায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র জনগােষ্ঠির জন্য ৬ জুন থেকে বিনামূল্যে প্যাকেটজাত খাবার বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচী আগামী ২৬ শে আগষ্ট পর্যন্ত চলমান থাকবে।

চাঁদপুর পৌরসভার দুধবাজার, রেলওয়ে কলােনী, গহনা বস্তি এবং মুচি বাড়ী বস্তি এলাকায় নির্বাচিত হতদরিদ্র জনগােষ্ঠির ২২৭ পরিবারে ৯২১ জন সদস্যের মাঝে খাবারের কুপণ বিতরণ করা হয়েছে এবং তারা সেই কূপণ জমা দিয়ে নির্দিষ্ট খাবার হােটেল থেকে বিনামূল্যে প্যাকেটজাত খাবার প্রতিদিন গ্রহন করছে।

চলমান লকডাউনে উক্ত কার্যক্রম জরুরী পরিসেবার আওতায় স্বাস্থ্য বিধি মেনে উল্লেখিত হােটেলের মাধ্যমে খাবার বিতরণ করা হয়।

নতুনবাজার কালাম হোটেলে খাবার বিতরনকালে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য ব্যবসায়ী মোঃ শাহ আলম খান ও সাজেদা ফাউন্ডেশন প্রোগ্রাম অফিসার মোঃ করিম।

প্রতিবেদক: আশিক বিন রহিম,১ জুলাই ২০২১