চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর পালাখাল মোড়ে ব্যক্তি মালিকানা জায়গায় নির্মিত দোকানঘর জোরপূর্বক দখল করে চেষ্টার অভিযোগ উঠেছে। পালাখাল গ্রামের সিকাদর বাড়ির মনু মিয়া ও তার ছেলে কেফায়েত উল্যাহ গংদের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।
এ ঘটনায় দোকান মালিকদের পক্ষে পালাখাল গ্রামের আব্দুল মুনাফ ওরফে আব্দুল মান্নান মোল্লার ছেলে জাকির হোসেন জাহাঙ্গীর বাদী হয়ে মোকাম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত চাঁদপুরের একটি মামলা দায়ের করেছেন। যার নং- ২৭৪/২০২১ ইং।
বাদীর মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পালাখাল মৌজায় ৩০৪ নং খতিয়ানে ১৯৩৬ দাগের ১৭ শতাংশ ভূমিতে বাদী গংরা দোকানপাট নির্মাণ করে শান্তিপূর্ন ভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি সময়ে ওই অংশে সাচার-কচুয়া সড়কের দক্ষিন পাশে উত্তর পালাখাল মোড়ে প্রায় ১শতাংশ ভূমি একই গ্রামের মৃত. ছলিম উদ্দিনের ছেলে মনু মিয়া, আব্দুর রশিদ,আব্দুল মতিন,নুরু মিয়া ও আইয়ুব আলী গংরা প্রভাবশালী মহলকে ম্যানেজ করে জোরপূর্বক দখলের চেষ্টা করে।
বাদী জাকির হোসেন জাহাঙ্গীর মোল্লা জানান, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। প্রায় ১০বছর পূর্বে একবার প্রতিপক্ষ গংরা ওই জায়গায় দখল করে দোকানঘর নির্মানের চেষ্টা করেছিল। বর্তমানে আমরা ওই স্থানে দোকান নির্মান করে ভাড়া প্রদান করি।
এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ গংরা আমাদের দখলীয় ও নিমানাধীন দোকানঘর জোরপূর্বক দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। পাশাপাশি তারা বিভিন্নভাবে আমি ও আমার পরিবারকে মিথ্যা মামলা-হামলা দিয়ে হয়রানিসহ বিভিন্ন হুমকি -ধমকি দিচ্ছেন। আমরা ন্যায় বিচার পেতে প্রশাসনসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।
অন্যদিকে উল্লেখিত হুমকি-ধমকি ও দখল চেষ্টার অভিযোগের বিষয়ে কেফায়েত উল্যাহ গংদের বক্তব্য জানতে বারবার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
কচুয়া প্রতিনিধি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur