Home / চাঁদপুর / চাঁদপুরে চলছে কঠোর লকডাউন, নানা অজুহাতে রাস্তায় মানুষ
লকডাউন

চাঁদপুরে চলছে কঠোর লকডাউন, নানা অজুহাতে রাস্তায় মানুষ

সারা দেশের ন্যায়, চাঁদপুরেও কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে লকডাউন পালিত হচ্ছে।

১ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে শহরে রিক্সা, মোটরসাইকেল আর পণ্যবাহী গাড়ি ছাড়া তেমন কোন যানবাহন চলাচল করতে দেখা যায় নি।শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসিয়ে কঠোর নজরদারী করতে দেখা গেছে।

পুলিশ প্রাইভেটকার, মোটরসাইকেল বা রিক্সা দেখলেই তা থামিয়ে বের হওয়ার কারণ জানছেন।

কিন্তু সবার ক্ষেত্রেই কোনো না কোনো অজুহাত দেখাচ্ছেন। তবে বাইরে বের হওয়ার কারণ একেবারে অযৌক্তিক হলে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে পুলিশ। কোনো কোনো ক্ষেত্রে মানবিক বিবেচনায় ছাড়া দেয়া হচ্ছে।

লকডাউন

বেলা সাড়ে ১১টায় চাঁদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী ও বিজিবি নিজস্ব গাড়িবহর নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিতে দেখা গেছে।

সেনাবাহিনীর এক কর্মকর্তা চাঁদপুর টাইমসকে জানান, আপনারা জানেন যে সারাদেশে করণা পরিস্থিতি উর্ধগতীর দিকে যাচ্ছে। সরকার এটি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছে। তারই অংশ হিসেবে সিভিল প্রশাসনকে সহায়তারজন্যে সেনাবাহিনী মাঠে কাজ করছে।আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই করোনা পরিস্থিতিতে সর্বাত্মক নিয়ন্ত্রণ করার জন্য। সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে, সেখানে যে নির্দেশনা দেয়া হয়েছে,  সেটি যাতে সবাই পালন করে সে অনুরোধ রাখছি।

চাঁদপুর শহরের শপথ চত্ত্বর এলাকায় দায়িত্বরত
এক পুলিশ কর্মকর্তা চাঁদপুর টাইমসকে জানায়, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, যারা চলাচল করতে পারবেন, আমরা শুধু তাদেরই অ্যালাও করছি। বাকিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আজ (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ থাকবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

এ সময়ে জরুরি সেবা দেয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসররকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল দোকানপাট বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা। জনসমাবেশ হয় এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।

কঠোর বিধিনিষেধ আরোপ করে বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদি বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে ২১টি শর্ত দেয়া হয়েছে। 

প্রতিবেদকঃ আশিক বিন রহিম, ১ জুলাই ২০২১