“মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে ১টি পৌরসভায় “ নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার সকালে উপজেলার কাদলা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে বিট পুলিশিং কর্মকর্তাদের উদ্যোগে একযোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
কাদলা ইউপি চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম লালুর সভাপতিত্বে প্রধান অতিথির কচুয়া থানার ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন বক্তব্যে বলেন, সমাজের নারী নির্যাতন, ধর্ষণ, শিশুর প্রতি সহিংসতা রোধ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের রিরুদ্ধে এখনি সময় রুখে দাঁড়ানোর। কারণ বর্তমান সরকার এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নির্ধারণ করেছেন ।
বিশেষ অতিথির বক্তব্য, কাদলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.জাহাঙ্গীর আলম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো.মোফাচ্ছেল হোসেন খান।
বক্তব্য রাখেন,কাদলা ইউনিয়নের বিট পুলিশিং এর অফিসার ও কচুয়া থানার এসআই মো.মুকবুল হোসেন, সহকারী অফিসার এএসআই রাসেল হোসেন, ইউপি সদস্য মো.ফারুকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, নারী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু