মো. জামাল হোসেন, শাহরাস্তি (চাঁদপুর) : আপডেট: ০৫:৩৮ অপরাহ্ণ, ৩০ জুলাই ২০১৫, বৃহস্পতিবার
চাঁদপুর জেলার শাহরাস্তিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শাহরাস্তি মডেল থানার আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার শামছুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, কমিউনিটি পুলিশিংয়ের উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ এম.এ আউয়াল মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান মোল্লা প্রমুখ।
মডেল থানার উপ-পরিদর্শক সিকদার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, মডেল থানার বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সভায় ইভটিজিং প্রতিরোধ, মাদক, মদ, জুয়া, বাল্য বিবাহ, বহু বিবাহ রোধ সহ নানা অসামাজিক কার্যকলাপ বন্ধের ব্যবস্থা সহ আইন-শৃঙ্খলা বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur