চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের (১৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকাল ১১ টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ নিজমেহার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের লালিয়া পাড়া গ্রামের হাসনা বাড়ির মৃতঃ হারুনুর রশিদের পুত্র মোঃ শাকিল হোসেন ঘটনার সময় পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির আলী আকবরের পুত্র আলী আজগর মোল্লার ঘরের সিলিংয়ে কাজ করছিল।
এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, নিহতের পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ না থাকায় এ বিষয়ে কোন মামলা হয় নি।
প্রতিবেদক:মো.জামাল হোসেন,২২ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur