যমজ সন্তানের বাবা হয়েছেন উসাইন বোল্ট। জ্যামাইকান স্প্রিন্টার তার সন্তানদের নাম রেখেছেন থান্ডার বোল্ট এবং সেইন্ট লিও বোল্ট।
বাবা দিবসে ইনস্টাগ্রামে এই খবর দেন ৩৪ বছর বয়সী বোল্ট। দুই যমজ সন্তান ও প্রথম কন্যা সন্তান অলিম্পিয়া লাইটনিং বোল্টকে নিয়ে স্ত্রী কেসি বেনেটের সঙ্গে এক ছবি পোস্ট করেছেন তিনি। আর তিন সন্তানের নাম লেখে পাশে একটি ‘বজ্র’ চিহ্নও দিয়েছেন বোল্ট।
বোল্ট ও তার স্ত্রী কেউ তাদের যমজ সন্তান কবে জন্ম নিয়েছে তা জানাননি।
বেনেটও একটি ছবি পোস্ট করেছেন তার সন্তানদের নিয়ে। যেখানে বোল্টকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, ‘তুমি আমাদের পরিবারের মূল স্তম্ভ এবং আমাদের সন্তানদের সেরা বাবা।’
বোল্টের প্রথম সন্তান অলিম্পিয়ার জন্ম ২০২০ সালের মে মাসে। দুই মাস পর তার নাম প্রকাশ করা হয়।
আন্তজার্তিক ডেস্ক, ২১ জুন, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur