Home / সারাদেশ / করোনা সময়ে কল্যাণ ট্রাস্টের ৫১১ কোটি টাকা প্রদান
trust

করোনা সময়ে কল্যাণ ট্রাস্টের ৫১১ কোটি টাকা প্রদান

বৈশ্বিক করোনা মহামারি মধ্যেও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টে দ্রুত গতিতে সেবাদান অব্যাহত রেখেছে। অর্থ,জনবলসহ নানাবিধ সংকট মোকাবেলা করে করোনার এ দূর্যোগেরও মধ্যে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট মুজিব শতবর্ষের সেবার মানসিকতা নিয়ে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা সকল ছুটি গ্রহন থেকে বিরত রয়েছেন।

তারা অতিরিক্ত দায়িত্ব পালন করে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সেবা অব্যাহত রেখেছেন। ১৬ জুন ২০২১ তারিখে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী কল্যাণ সুবিধা বাবদ ২৪ কোটি ৯৭ লক্ষ ৮৭ হাজার ৯৫০ টাকা ছাড় করে ব্যাংকে পাঠানো হয়েছে।

রবিবার ২০ জুন ইফটির মাধ্যমে তাদের নিজ নিজ ব্যাংক হিসেবে টাকা পৌছে গেছে। করোনায় সারা দেশে এখনও লকডাউন চলছে। এ লকডাউনের মধ্যেও কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো.শাহজাহান আলম সাজুর নির্দেশে ও সার্বিক তত্তাবধানে কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা কর্মচারীরা নিরাপদ এবং স্বাস্থবিধি মেনে কাজ করে যাচ্ছেন।

করোনাকালীণ সময়ে ২০২০ সালের মার্চ মাস থেকে মে ২০২১ সাল পর্যন্ত উল্লেখ্যযোগ্য পরিমাণ শিক্ষক কর্মচারীকে কল্যাণ সুবিধার টাকা পৌঁছে দেয়া হয়েছে । এ সময়ের মধ্যে ১১ হাজার ৫শ’ ৬৮ জন শিক্ষক কর্মচারীকে ৫১১ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৯৮৩ টাকা কল্যাণ সুবিধা প্রদান করা হয়েছে।

বার্তা কক্ষ, ২১ জুন, ২০২১