চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক বাংলাদেশের খবর ও দৈনিক শপথ পত্রিকার কচুয়া প্রতিনিধি মো. আতাউল করিমের সহধর্মীনি নাসরিন আক্তার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
শনিবার রাতে তিনি কচুয়া পৌরসভার নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মুন হসপিটালে ভর্তি করেন। বর্তমানে তিনি ওই হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আইসিইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে কচুয়ার সিনিয়র সাংবাদিক আতাউল করিমের স্ত্রী ও কচুয়া পৌরসভার টীকাদান কর্মী নাসরিন আক্তারের দ্রুত সুস্থতায় সকলের নিকট দোয়া কামনা করেছেন তার পরিবার।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২০ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur