Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় জমে উঠেছে কবুতরের হাট
কবুতরের

কচুয়ায় জমে উঠেছে কবুতরের হাট

চাঁদপুরের কচুয়ায় বানিজ্যিক ভাবে কবুতর পালনের সঙ্গে যুক্ত হয়েছে অন্তত অর্ধশত পরিবার। এতে এলাকার যুবক ও মহিলাদের অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে। বানিজ্যিক কবুতর খামারীর সংখ্যা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত ভাবে বসছে জমজমাট কবুতরের হাট।

উপজেলার কচুয়া, রহিমানগর, পালাখাল ও সাচার বাজারে প্রতি হাটে বসে জমজমাট কবুতরের হাট। ওই হাটে প্রতিদিন কবুতর বিক্রি হয় কয়েক লক্ষাধিক টাকা। তাছাড়া বর্তমানে হাঁস-মুরগীর মত কচুয়া উপজেলার প্রায় প্রতিটি বাড়িতে কবুতর পালন করতে দেখা যায়।

বিশেষ করে সকাল থেকে ক্রেতা ও বিক্রেতারা জমায়েত হতে থাকলেও মূলত দুপুরের পর থেকে ওই বাজার হাটে বেচাকেনা বাড়তে থাকে। একদিকে যেমন বাজারে বিভিন্ন ব্যক্তি আসেন তাদের পোষা কবুতর বিক্রি করতে, একইভাবে পাইকার বিক্রেতারাও কবুতর বিক্রি করে থাকেন এই হাটে।

খুচরা ও পাইকারী কবুতর ব্যবসায়ীরা বলেন, কচুয়ার বিভিন্ন বাজারে আমরা অনেক কবুতর বিক্রি করি। কবুতর বিক্রি করে সংসার,পরিবার ও পরিজন নিয়ে অনেকটাই ভালো আছি। তবে কচুয়া ছাড়াও দেশের বিভিন্ন স্থানে কবুতর হাটে আমরা বিক্রি করে থাকি।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২০ জুন ২০২১