করোনার কারণে জুম অ্যাপসের মাধ্যমে নিরাপদ সড়ক চাই কেন্দ্রিয় কমিটির আয়োজনে চাঁদপুর জেলা শাখার সাথে জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন (শনিবার) নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রিয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রিয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন,‘করোনাকালে আপনাদের কর্মকান্ড প্রসংশনীয়। আপনাদের কাছ থেকে আমরা অর্থনৈতিক রির্পোট চেয়েছি এজন্য এটা দিয়ে আমাদের যে শাখাগুলো আছে সবগুলো এক সাথে করে নিরাপদ সড়ক দেশের জন্য দেশের মানুষের জন্য কি কাজ করছে তা জনগণ ও সরকারের কাছে তুলে ধরব।’
আমরা আমাদের কাজগুলো সরকারকে জানানোর জন্য ব্যাংক হিসাব খোলার জন্য গুরুত্ব দিয়েছি। গাড়ির হেড লাইটে কালি দিয়ে যা করেন,এটা বিজ্ঞান সম্মত নয়। হেড লাইট বিজ্ঞানসম্মত ভাবে সেট করার জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতি গ্রহণ করতে হবে। অল্প বয়সীরা যাতে গাড়ি না চালায়,সেদিকে খেয়াল রেখে তাদেরকে বুঝাতে হবে।
তিনি আরোও বলেন,‘সরকারের প্রশাসন ও স্থানীয় নেতাদের সহযোগিতা নিবেন সড়কে কাজ করতে। আমরা সড়কের দুর্ঘটনা রোধে কাজ করছি। আপনাদের রাস্তায় কাজ করতে হবে। প্রতিদিনের কাজ আপনাকে আপনার এলাকায়ই করতে হবে। এতে দুর্ঘটনা রোধ হবে। নিরাপদ সড়ক আইন বাস্তবায়নে জোর দিতে হবে।এ ব্যাপারে জনমত তৈরি করতে হবে।’
নিরাপদ সড়ক চাই কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এইচ.এম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই কেন্দ্রিয় কমিটির মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল,নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।
এসময় নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদবিদ্য বিভাগীয় প্রধান মো.কামরুল হাসান, সহ-সভাপতি রুমা সরকার,সহ-সভাপতি শওকত করিম,সাংগঠনিক সম্পাদক নাহিদা সুলতানা সেতু, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.আলী শেখসহ অন্যান্যরা।
করোনা মহামারী চলাকালীন সময়ের নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার বিভিন্ন কার্যক্রম তথ্য সভায় উপস্থাপন করেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুল লতিফ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
সিনিয়র করেসপন্ডেন্ট , ১৩ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur