Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে কমিউনিটি পুলিশিং সদস্যের ওপর হামলা
কমিউনিটি পুলিশিং

হাজীগঞ্জে কমিউনিটি পুলিশিং সদস্যের ওপর হামলা

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশকে নানা অপরাধের তথ্য দেওয়ায় কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি নূরুন নবী সোহেল এর ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়।

১৩ জুন রোববার উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুরে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, রোববার সকালে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি, সাবেক ছাত্রলীগের সভাপতি ও বর্তমান উপজেলা যুবলীগের সদস্য হরিপুর গ্রামের মৃত আবুল খায়ের ভূঁইয়ার ছেলে নূরুন নবী সোহেল মোটরসাইকেল যোগে যাওয়ার পথে পথরোধ করে হামলাকারীরা। এ সময় লাটি ও কাঠের রুয়া দিয়ে মাথা, পিট, বুক, হাতসহ শরীরে বিভিন্ন অঙ্গে অতর্কিত হামলা চালায়।

পরে রক্তাক্ত যখম অবস্থায় স্থানীয়রা কমিউনিটিং পুলিশিং এর নেতাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

হামলাকারীরা হলেন,গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের হরিপুর দশয়ানী বাড়ীর আ. মান্নানের ছেলে ইয়াছিন ও রাজু, একই এলাকার জমদ্দার বাড়ীর আবুল হাসিমের ছেলে ওসমান, নাপিত বাড়ির দেলোয়ারের ছেলে সুজন, দশআনি বাড়ির মৃত আ. জব্বারের ছেলে মন্টুসহ ৭/৮ জন।

এ বিষয়ে আহত নূরুন নবী সোহেল বলেন,
মূলত মাদক,ইভটিজিং, গরু, সিএনজি চুরিসহ নানা অপরাধের তথ্য প্রশাসনকে জানানোর জেরে আমার উপর এই সন্ত্রাসী হামলা। আইনগত সহযোগিতা চেয়েছি, হাসপাতালে থেকেই হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্ততি নিচ্ছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. তানভীর হোসেন বলেন, আমরা যখমপ্রাপ্ত স্থান পরীক্ষা করেছি, তবে আঘাতের চিহ্ন সহজে ভাল হবে না।

স্টাফ করেসপন্ডেট, ১৩ জুন ২০২১