Home / সারাদেশ / ডিজিটাল স্কেলের পাল্লায় যেভাবে প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতা
ডিজিটাল স্কেলের পাল্লায় যেভাবে প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতা

ডিজিটাল স্কেলের পাল্লায় যেভাবে প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতা

‎Tuesday, ‎28 ‎July, ‎2015  3:10:17 AM

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক:

বাজারে মাছ, মাংস, তেল যা কিনতে যান না কেন ডিজিটাল স্কেলে তার ওজন মেপে দেওয়া বাধ্যতামূলক। একটা সময় দাড়িপাল্লা ব্যবহৃত হতো এ কাজে। তখন ক্রেতাদের ঠকানো হতো নানা উপায়ে। ডিজিটাল স্কেলেও এবার শুরু হয়েছে কারচুপি। একটি পলিথিন ব্যবহার করে অন্তত দুই থেকে তিনশ’ গ্রাম ওজন চুরি করে নেওয়া হচ্ছে।

ভিডিওতে তেলের বোতল দিয়ে বিষয়টি বুঝানো হলেও মুরগী, মাছ, মাংস, ফল ইত্যাদির দোকানেও অসাধু ব্যবসায়ীরা এ পদ্ধতিতে প্রতিদিন ভোক্তাকে ঠকাচ্ছেন ।

https://youtu.be/J4lQ2jlxGUs

চাঁদপুর টাইমস ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস ডট কম প্রকাশিত/প্রচারিত সংবাদআলোকচিত্রভিডিওচিত্রঅডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি