চাঁদপুরের কচুয়ায় পৌরসভাধীন কোয়া গ্রামের অধিবাসী ও পৌর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মনজুর আহমেদ সজুন ৮ জুন মঙ্গলবার সন্ধ্যায় ৬টার দিকে ঢাকার ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মৃত্যুবরণ করেন (ইন্না……..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে,১মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য গবেষনা সম্পাদক ড.সেলিম মাহমুদ,সাবেক এনবিআর (রাজস্ব) চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হোসেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন,উপজেলার পরিষদের সাময়িক বরখাস্ত চেয়ারম্যান মো.শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো.আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক মো. সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আকতার হোসেন সোহেল ভূইয়া,সহ-সভাপতি জাফরুল হাসান শাহীন, সাংগঠনিক সম্পাদ মো.জামাল হোসেন, কাদলা ইউনিয়ন চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম লালু,বিশিষ্ট সামজ সেবক ও ব্যবসায়ী মো.সফিকুল ইসলাম স্বপন পাঠানসহ দলীয় নেতাকর্মী ও এলাকার গন্যমান্য লোকজন গভীর শোক প্রকাশ করেন।
উল্লেখ্য যে, কচুয়ায় পৌরসভাধীন কোয়া গ্রামের অধিবাসী ও পৌর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মনজুর আহমেদ সজুন ৬ জুন রোববার দুপুরে অসুস্থ্য হয়ে পড়লে তাকে ঢাকায় কাকরাইলে অবস্থিত ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করেন। পরে শারিরিক অবস্থা অবনতি দেখলে তাকে ওই হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য লাইফ সাপোর্টে আইসিইউতে রাখেন। গতকাল ৮ জুন মঙ্গলবার সন্ধ্যায় ৬টার সময় মৃত্যুবরণ করেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু