প্রথম চালানে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬ হাজার ডোজ ভ্যাকসিন আজ সোমবার দেশে এসে পৌঁছাবে। করোনার টিকা সংগ্রহ ও বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ এ ভ্যাকসিন পাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর মো.শামসুল হক জানান, আজ সোমবার ৩১ মে ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান দেশে এসে পৌঁছাবে। তবে,এগুলো কাদের দেয়া হবে,তা এখনো ঠিক করা হয়নি। প্রাথমিকভাবে এ ভ্যাকসিনগুলো রাজধানীতে সরকারি সংরক্ষণাগারে রাখা হবে।
কোভ্যাক্সের আওতায় ৬ কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ।
২৭ মার্চ ফাইজার-বায়োএনটেক উৎপাদিত করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন,‘ফাইজারের ভ্যাকসিন সারাদেশে পরিবহন করার মতো কোল্ড চেইন সিস্টেম না থাকায় এগুলো মূলত রাজধানীতেই দেয়া হবে।’
ফাইজারের ভ্যাকসিন অবশ্যই মাইনাস ৬০-৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।’
বাংলাদেশে ব্যবহারের অনুমোদন পাওয়া চতুর্থ ভ্যাকসিন হলো ফাইজার। বাকি তিনটি হলো—অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, যেটি ভারতের সেরাম ইনস্টিটিউট‘কোভিশিল্ড’ নামে তৈরি করছে,রাশিয়ার স্পুতনিক-ভি ও চীনের সিনোফার্মের ভ্যাকসিন।
বার্তা কক্ষ , ৩১ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur