Home / চাঁদপুর / চাঁদপুরসহ সারাদেশে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে
weather chandpur

চাঁদপুরসহ সারাদেশে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে

আজ সোমবার ৩১ মে সকাল ৯ টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর বলেছে – রংপুর,রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

চাঁদপুর, ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার ও খুলনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমে আসতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।

চাঁদপুর আবহাওয়া

এদিকে চাঁদপুর আবহাওয়া দপ্তর বেলা ১ টায় জানিয়েছেন-চাঁদপুরে আজ ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে।

এদিকে চাঁদপুরে তাপমাত্রা ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গেছে ।

আবদুল গনি ,৩১ মে ২০২১