সাইবার অপরাধ মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি সাগর মোল্লা (২৫)কে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
২৮ মে শুক্রবার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাবুরহাট মতলব রোড থেকে তাকে আটক করেন থানার এ এস আই আব্দুল মোতালেব।
আটককৃত সাগর মোল্লা চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামের হারুন মোল্লার ছেলে।
থানার এ এস আই আব্দুল মোতালেব জানান, সাগর মোল্লার বিরুদ্ধে ২০১৭ সালে ঢাকার মেট্টোপলিটনে সাইবার ক্রাইমের মামলা হয়। মামলার পর থেকে সে পলাতক থাকে।
পরে ঢাকা থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট লেটার আসলে গোপন সংবাদ পেয়ে শুক্রবার রাতে তাকে বাবুরহাট মতলব রোডের মাথা থেকে তাকে আটক করা হয়।
শনিবার সকালে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
প্রতিবেদকঃ কবির হোসেন মিজি,২৯ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur