মতলব দক্ষিণ উপজেলার কাচিয়ারা স্কুল এন্ড কলেজের এডহক কমিটি সভাপতি মোঃ কামাল উদ্দিন সরদারের সংবর্ধনা ২৩ মে রোববার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কাচিয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বারের এডহক কমিটি সভাপতি ও সংবর্ধিত অতিথি মোঃ কামাল উদ্দিন সরদার।
তিনি বলেন কাচিয়ারা স্কুল এন্ড কলেজের লেখা-পড়ার মানোন্নয়নে এলাকার দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। প্রতিষ্ঠানের ফলাফল ভালো হলে এলাকার সুনাম বৃদ্ধি পায়। কাচিয়ারা এলাকার কাঞ্চন মালার দিঘীটি যেমন মতলব উপজেলার মধ্যে একটি ঐতিহাসিক নাম রয়েছে তেমনি লেখা-পড়ার মাধ্যমেও যেন কাচিয়ারা স্কুল এন্ড কলেজের সুনাম বৃদ্ধি পায় এ ব্যাপারে সকলে সহযোগীতা একান্ত প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারী, লাক শিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাসেল পাটোয়ারী নিলয়, মতলব প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম হায়দার মোল্লা, অভিভাবক মান্নান সরকার প্রমুখ।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur