হেফাজত ইসলামের যুগ্ন মহাসচিব মামুনুল হকের গ্রেফতারের ঘটনায় কচুয়ায় হেফাজতের কর্মী সমর্থকদের উত্তর ইউপি ভবনে হামলা-ভাঙচুরের ঘটনা এবং খিলমেহের গ্রামে পুলিশের ওপর হামলায় পৃথক দুটি ঘটনায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ২ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, নাহারা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন (৪০) ও খিলমেহের গ্রামের মৃত.আরব আলী মৃধার ছেলে শাহআলম মৃধা।
উল্লেখ্য যে, গত ১৮ এপ্রিল কচুয়ার উত্তর ইউপি ভবনে হামলা ও ভাঙচুর করা হয় এবং ২৬ এপ্রিলে খিলমেহের গ্রামে বাড়ির চলাচলের পথ নিয়ে উভয় পক্ষের দ্বন্ধের ঘটনায় পুলিশের উপর হামলা করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় দুটি পৃথক মামলা করা হয়।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, আসামীদের আটকের পর বুধবার চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু,৫ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur