মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় ইরানে দুই ব্যক্তিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি অপরাধ আদালত। আরাক শহর থেকে আটক দু’জনের বিরুদ্ধে সম্প্রতি আদালত ব্লাসফেমির অভিযোগ এই দণ্ডাদেশ দেন।
আরব নিউজ জানায়, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় আদালত তাদের বিরুদ্ধে ধর্মবিদ্বেষের অভিযোগ আরোপ করে। ইরানে ধর্মবিদ্বেষে অভিযুক্ত হলে আসামিকে মৃত্যুদণ্ড দেয়ার বিধান রয়েছে।
গত বছরের জুন মাসে আটক করে জেলহাজতে রাখা হয় তাদের। তাদের একজনের নাম ইউসুফ মেহেরদাদ। তিনি তিন সন্তানের জনক। আরেকজনের নাম এখনো জানা যায়নি।
গত সপ্তাহে প্রকাশিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়, ২০২০ সালে ইরানে কমপক্ষে ২৪৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur