Home / আন্তর্জাতিক / ভারতে করোনায় নতুন শনাক্ত ৪ লাখ, মৃত্যু ৩৬৮৯
mask people

ভারতে করোনায় নতুন শনাক্ত ৪ লাখ, মৃত্যু ৩৬৮৯

ভারতে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ভয়াবহতা অব্যাহত রয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৪ লাখ রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন আরও ৩৭শ’ জনের মতো।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রবিবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৪৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৪৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে আরও ৩ হাজার ৬৮৯ জনের। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ৫৪২ জনের মৃত্যু হয়েছে।

আনন্দবাজার জানায়, প্রথমের ঢেউয়ের মতোই করোনার দ্বিতীয় ঢেউয়েও সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন মহারাষ্ট্রে। রবিবারও এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজারের বেশি। তবে কর্নাটক এবং কেরালায় রবিবার আক্রান্তের সংখ্যা শনিবারের তুলনায় একটু কমেছে।

আগের দিন ভারতে করোনা আক্রান্ত হন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন যা বিশ্ব রেকর্ড। দৈনিক আক্রান্তের নিরিখে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে বিশ্বে শীর্ষে রয়েছে ভারত। এদিন মৃত্যু হয় ৩ হাজার ৫২৩ জনের।
ঢাকা চীফ ব্যুরো, ০২, মে, ২০২১;