Home / জাতীয় / মে মাসে আসছে আরও ২১ লাখ টিকা: স্বাস্থ্য ডিজি
corona
প্রতীকী ছবি

মে মাসে আসছে আরও ২১ লাখ টিকা: স্বাস্থ্য ডিজি

মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ করোনাভাইরাসের প্রায় ২১ লাখ টিকা পাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম।

রোববার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত এক আলোচনা সভার পরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, বেক্সিমকো আগামি মাসের প্রথম সপ্তাহে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা দিচ্ছে। এ ছাড়া কোভ্যাক্স থেকে ফাইজারের উৎপাদিত ১ লাখ টিকা পাওয়া যাবে।

বেক্সিমকো কবে টিকা দেওয়ার কথা স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছে- এমন প্রশ্নের জবাবে অধ্যাপক খুরশীদ আলম বলেন, গত পরশু বেক্সিমকো তাদের ২০ লাখ টিকার কথা জানিয়েছে।

এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা পাওয়ার অনিশ্চয়তার মধ্যে শনিবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন বলেছিলেন, টিকা আনার জন্য সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে।

অন্যদিকে সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনার টিকা ‘কোভিশিল্ড’ বাংলাদেশ শিগগিরই পাচ্ছে না বলে একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া একটি চিঠিতে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

ঢাকা চীফ ব্যুরো, ২৫ এপ্রিল,২০২১;