Home / খেলাধুলা / পিএসএল প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশি ৫ খেলোয়ার
ইতিহাস গড়ল টাইগাররা
ফাইল ছবি

পিএসএল প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশি ৫ খেলোয়ার

আগামি ১ জুন থেকে ফের শুরু হবে করোনার কারণে স্থগিত থাকা পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর জন্য আবারও অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এই ড্রাফটে সাকিব আল হাসান ও তামিম ইকবালসহ রয়েছেন আরও তিন বাংলাদেশি।

আগামি সপ্তাহে ভার্চুয়াল সেশনে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটে নাম রয়েছে ১৩২ ক্রিকেটারের। অলরাউন্ডার সাকিব রয়েছেন প্লাটিনাম ক্যাটাগরিতে। একই ক্যাটাগরিতে আছেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, আন্দ্রে রাসেল ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। এর পরের ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম। এই ক্যাটাগরিতে বাংলাদেশের ওপেনারের সঙ্গী অস্ট্রেলিয়ার উসমান খাজা, জেমস ফকনার, কিউই পেসার অ্যাডাম মিলনে ও প্রোটিয়া পেসার মর্নে মরকেল। সিলভার ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাব্বির রহমান, লিটন দাস ও তাসকিন আহমেদ।

এবারের পিএসএল স্থগিত হয়ে যায় টুর্নামেন্টের মাঝপথে। ক্রিকেটারসহ কয়েকজন স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় ০৪ মার্চ থেকে পিএসএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে নতুন শুরুর সূচি জানানো হয় ১ জুন, যা চলবে ২০ জুন পর্যন্ত।

ঢাকা চীফ ব্যুরো, ২৫ এপ্রিল,২০২১;