বৈশাখের মাঝামাঝি সময়ে গরমের তীব্রতা বাড়তে শুরু করেছে। একতে পবিত্র রমজান মাস। আর এই গরমের মধ্যেও মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সারাদিন রোজা রাখছেন। তবে ২৪ এপ্রিল শনিবার প্রচন্ড গরমে মানুষজন অনেকটা কাবু প্রায়।
কাঠফাঁটা রোদ্রে প্রচন্ড গরমে মানুষ রোজা রেখে অনেকটা হাপিয়ে উঠেছেন। তাইতো একটু ঠান্ডা উষ্ণুতা পেতে সাধারণ মানুষকে চাঁদপুর ত্রিনদীর মোহনায় ঠাই খুঁজে নিতে দেখা গেছে। কিন্তু এই প্রচন্ড গরমে কোথাও বাতাসে তেমন গাছের পাতা নড়তে দেখা যায়নি।
তবে ত্রিনদীর মোহনায় মেঘনার কুলে একদল কিশোরদের দুরন্তপনা লক্ষ্য করা গেছে। শনিবার সারাদিন যখন মানুষজন গরমে হাঁপিয়ে উঠেছেন। তখন এই একদল কিশোরদেরকে দুরন্তপনায় মেতে উঠে মেঘনার পানিতে ডুব সাঁতারে গা ভিজিয়ে গোসল করতে দেখা যায়।
প্রতিবেদক:কবির হোসেন মিজি,২৪ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur