Home / চাঁদপুর / কৃষ্ণচূড়ার রক্তিম রঙে সেজেছে প্রকৃতি
কৃষ্ণচূড়ার
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে

কৃষ্ণচূড়ার রক্তিম রঙে সেজেছে প্রকৃতি

রক্তিম রঙ লেগেছে কৃষ্ণচূড়ায়। কৃষ্ণচুড়া লাল হয়েছে ফুলে ফুলে, তুমি আসবে বলে। এমন সুন্দর গানের কথায় মুগ্ধ যেনো কৃষ্ণচুড়া নিজেও।

কৃষ্ণচূড়ার এমন লালে লাল ছড়ানো দৃশ্য দেখে যে কোনো মানুষেরই মনে পড়বে এরকম সুন্দর গানের কথাগুলো।

আর এমন গানের কথার মতো ভালোবাসার টানে কোনো প্রিয়জনের আসার অপেক্ষা না থাকলেও হয়তো নতুন কোনো সুখের বার্তা নিয়ে বৈশাখের প্রহরে এভাবেই কৃষ্ণচূড়া তার সমস্ত রং ছড়িয়ে দিয়েছে ডালে ডালে।

কৃষ্ণচূড়ার শাখায়, শাখায়, পাতায় পাতায় যেনো লেগেছে আগুন। এমন লাল রঙের হাঁসি ছড়ানো কৃষ্ণচুড়ার দেখা মিললো চাঁদপুর শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁদপুর – কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে।

দৃষ্টিনন্দিত রং ছড়ানো এ কৃষাচূড়ার দৃশ্যটি শনিবার বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তোলা।

প্রতিবেদক:কবির হোসেন মিজি,২৪ এপ্রিল ২০২১