Home / সারাদেশ / কৃষকের ধান কেটে দিলেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ
paddy

কৃষকের ধান কেটে দিলেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক লিমিটেডের সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুলের নেতৃত্বে সংগঠনের ১৪ সদস্যের দল কৃষকের ২০ কাটা জমির ধান কেটে দিয়েছেন।

শুক্রবার ২৩ এপ্রিল সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ ঊপজেলার `নুনেরটেক গ্রামের ‘কৃষক জিলানীর পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে দেন তারা। কোভিড-১৯ মহামারি ঠেকাতে দেশে লকডাউনে শ্রমিক সংকটে ধানকাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ওই কৃষক।

ধান কেটে দেয়া কর্মসূচিতে সংগঠনের পক্ষে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শেখ খালিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিটন মাহমুদ, আপ্যায়ন সম্পাদক শেখ রিয়াদ হোসেন,তথ্য ও গবেষণা নেহলিন রেজা সজীব,সাংষ্কৃতিক সম্পাদক নিয়াজ মাখদুম,আইন সম্পাদক কাজী শাহ আলম সিদ্দীকি,আলামিন,কায়েস,তালহা যুবায়ের,মনির,সজলসহ অন্যান্য নেতারা।

সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুল বলেন,`তারা কৃষকের সহযোগিতায় এগিয়ে এসেছেন। সারাদেশে তাদের যতগুলো আঞ্চলিক কমিটি রয়েছে,তাদেরও এ নির্দেশনা দিয়েছেন।’

তিনি বলেন,‘আমরা সব শ্রেণিপেশার মানুষ মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই।’ এ সংকটময় মুহূর্তে কৃষকের পাশে দাঁড়ানোর ব্যাংকারদের এ উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় কৃষকরা।

বার্তা কক্ষ , ২৪ এপ্রিল ২০২১
এজি