Home / চাঁদপুর / চাঁদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষা ও ব্যবসা সহায়তা প্রদান
চাঁদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষা ও ব্যবসা সহায়তা প্রদান

চাঁদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষা ও ব্যবসা সহায়তা প্রদান

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প এলআইইউপিসি ও ইউএনডিপি’র সহযোগীতায় এবং ইউকেএইড এর অর্থায়নে চাঁদপুর পৌরসভাধীন ৬নং ওয়ার্ডস্ত প্রান্তিক জনগোষ্ঠীর ৬২জন কে শিক্ষা সহায়তা ও ২৭জন কে ব্যবসা সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার(৭ মার্চ) বিকেল ৪টায় চাঁদপুর পৌরসভা প্রাঙ্গণে উপকার ভোগীদের সহায়তা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার প্যানেল মেয়র-২ মোঃ হুমায়ন কবির খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার সচিব মোঃ আবুল কালাম ভূঁইয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহনাজ আলমগীর, এলআইইউপিসি টাউন ম্যানেজার আব্দুল কাইয়ুম মন্ডল ও প্রকল্প কর্মকর্তা মৌসুমি প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, এলআইইউপিসি বস্তি উন্নয়ন কর্মকর্তা খোকন বসু এবং চন্দ্রনাথ ঘোষ। সার্বিক তত্বাবধানে ছিলেন (সিডব্লিউ) মোঃ হাবিবুর রহমান এলিন, নুরুন নাহার আক্তার ও নাছিমা আক্তার।

অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন ও উপকারভোগী সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:কবির হোসেন মিজি
৭ এপ্রিল,২০১৯