অগ্রণী ব্যাংক লিমিটেড এর মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি পেলেন মতলবের কৃতি সন্তান আবুল বাশার। তিনি ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি ব্যাংকটির গুরুত্বপূর্ণ শাখা ও কর্পোরেট শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ে বিভাগীয় প্রধান হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত অগ্রণী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান অগ্রণী রেমিটেন্স হাউস এর সিইও হিসেবেও দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে মোঃ আবুল বাশার একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি বোর্ড স্ট্যান্ডধারী এবং বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণী প্রাপ্ত।
এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এমবিএ করেন। তিনি মতলব পৌরসভাস্থ ৬নং ওয়ার্ডের নবকলস গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত আব্দুস সাত্তার মিঞা ও মিসেস সাহানা আক্তারের জৈষ্ঠ্য সন্তান।তাঁর এ কৃতিত্বের জন্য মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন এবং সকলের নিকট দোয়া কামনা করেছেন।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,৭ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur