Home / চাঁদপুর / লকডাউনে চাঁদপুরে ৫০ মামলায় ২৯ হাজার টাকা জরিমানা
লকডাউনে চাঁদপুরে
ফাইল ছবি

লকডাউনে চাঁদপুরে ৫০ মামলায় ২৯ হাজার টাকা জরিমানা

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবং করোনা প্রতিরোধে সরকারের লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলায় স্বাস্থ্যবিধি না মানায় ৮ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ৫০টি মামলায় ২৯ হাজার ৭শ’টাকা জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।

৬ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রটগণ।

রাতে জেলা প্রশাসক কার্যালয় থেকে চাঁদপুর টাইমসকে এ তথ্য নিশ্চিত করা হয়। চাঁদপুর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.উজ্জ্বল হোসেন ও আবিদা সিফাত।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানাগেছে,মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার ৮ উপজেলায় প্রশাসনের ২২টিম করোনা প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এসব অভিযানে জেলা ও থানা পুলিশ, আনসার ব্যাটেলিয়ান এবং জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট,৬ এপ্রিল ২০২১