Tuesday, 21 July, 2015 12:59:41 PM
চাঁদপুর টাইমস ডেস্ক:
শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের ফাঁসির ৩৯তম বার্ষিকী আজ মঙ্গলবার (২১ জুলাই) । ১৯৭৬ সালের এই দিনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা আবু তাহের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) রাজনীতির অনুসারী ছিলেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর তিনি ক্যান্টনমেন্টে সেনা বিদ্রোহের নেতৃত্ব দিয়ে বন্দী জিয়াউর রহমানকে মুক্ত করেন। ১৯৭৬ সালের ১৭ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে সামরিক ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। এর পর ২১ জুলাই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।