নিউজিল্যান্ডে ৪০ দিনের তিক্ত সফর শেষে রোববার (০৪ এপ্রিল) সকালে ঢাকায় পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিউইদের মাটিতে এবারের সফরে তিন ম্যাচের ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি সিরিজসহ এনিয়ে টানা ৩২ ম্যাচ হেরেছে টাইগাররা।
দেশে ফিরে এক সপ্তাহের বিশ্রাম শেষে ১২ এপ্রিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কা যাবেন মুমিনুলরা হকরা।
নিউজিল্যান্ড সফরে ছয় ম্যাচেই হেরেছে। গোটা সফরে ক্রাইস্টচার্চে একমাত্র দ্বিতীয় ওয়ানডেতেই লড়াই করেছে। ওই ম্যাচটিতেই জয়ের সম্ভাবনা তৈরি করেছিল টাইগাররা। বাকি কোনো ম্যাচেই লড়াই করতে পারেনি।
অথচ এবার তাসমান সাগর পাড়ের দেশটিতে টাইগাররা পা রেখেছিল জয়ের স্বপ্ন নিয়ে। কিন্তু সিরিজের প্রতিটি ম্যাচেই বাজে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের খেসারত গুনেছে।
ঢাকা চীফ ব্যুরো, ০৪ এপ্রিল, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur