Home / শীর্ষ সংবাদ / আজ থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১ শুরু
diploam-fisharise
প্রতীকী ছবি ও ফাইল থেকে সংগৃহীত

আজ থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১ শুরু

‘মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো’’- এ শ্নোগান নিয়ে আজ ৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১। আগামি ১০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরসহ দেশের জাটকা সম্পৃক্ত ২০ জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে।

এ উপলক্ষে চাঁদপুর জেলা ও উপজেলা মৎস্য বিভাগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বর্তমান করোনার ঊর্ধ্বমুখী পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী।

কর্মসূচি

প্রথম দিন : ৪ এপ্রিল রোববার জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রথম দিন জেলেদের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা বৃদ্ধিকরণ।
দ্বিতীয় দিন : হাট বাজারে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা।

তৃতীয় দিন : জেলেপল্লী, মৎস্য আড়ত, মাছঘাটে জাটকা নিধনের ক্ষতি সম্পর্কে ভিডিওচিত্র প্রদর্শন।

চতুর্থ দিনে : জাটকা সংরক্ষণ বিষয়ে আনন্দবাজার জেলে পল্লীতে মাইকিং।

পঞ্চম দিন : জেলে পল্লীতে জাটকা সংরক্ষণ বিষয়ক মাইকিং।

ষষ্ঠ দিনে : স্থল ও জলপথে মাছঘাট, আড়ত, জেলে পল্লী সংলগ্ন ঘাটে মাইকিং ও লিফলেট বিতরণ।

সপ্তাহের শেষদিন ১০ এপ্রিল শনিবার জাটকা রক্ষায় জেলা-উপজেলা টাস্কফোর্স কমিটির সমন্বিত বিশেষ অভিযান।

বার্তা কক্ষ , ৪ এপ্রিল ২০২১
এজি