Home / জবস / সাংবাদিক নামধারী ব্যক্তিবর্গ সমাজে অপসাংবাদিকতার চর্চা করছে
সাংবাদিক নামধারী ব্যক্তিবর্গ সমাজে অপসাংবাদিকতার চর্চা করছে

সাংবাদিক নামধারী ব্যক্তিবর্গ সমাজে অপসাংবাদিকতার চর্চা করছে

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক :

নিজেদের স্বার্থে অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হতে পেশাদার সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘হাতে কলম থাকলে, সে কলমের অপব্যবহার হলে, একদিন না একদিন সেটা প্রকাশ পায়।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অস্বচ্ছল সাংবাদিকদের সহায়তা ভাতা প্রদানকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী ১৭৭ জন অস্বচ্ছল, দায়িত্বপালনকালে আহত ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেন। যাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা থেকে দুই লাখ টাকার সহায়তা দেওয়া হয়।

শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতার চর্চা দেখতে চাই। স্বাধীন মত প্রকাশের সুযোগ নিয়ে এক শ্রেণির সাংবাদিক নামধারী ব্যক্তিবর্গ সমাজে অপসাংবাদিকতার চর্চা করছে। আপনাদের পেশার স্বার্থে এসব ব্যক্তিবর্গের বিরুদ্ধে আপনাদেরই সোচ্চার হতে হবে।’

তিনি বলেন, ‘সাংবাদিকতার একটা এথিক্‌স থাকতে হবে, নিয়ম নীতি থাকতে হবে, প্রত্যেকটারই একটা গঠনমূলক চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে হবে। আমি সব সময় চাইবো মিডিয়ায় যেন এ ধরনের নিউজ না যায় যেটা চরিত্র হনন করে, দেশ বা মানুষের ক্ষতি করে।’

তথ্যভিত্তিক সাংবাদিকতা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা মানুষকে যদি ভুল তথ্য দিয়ে তার চরিত্র হনন করা হয়, পরবর্তীতে যতই রিজয়েন্ডার দেওয়া হোক না কেন ক্ষতি যা হবার তা কিন্তু হয়ে যায়। এই ক্ষতি কিন্তু আর পূরণ হয় না। এটা কোনো সাংবাদিকতা নয়, বা সমালোচনা হিসেবেও যোগ্য সমালোচনা না। এ বিষয়গুলোর দিকে বিশেষভাবে নজর দিতে হবে।’

গঠনমূলক সমালোচনার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সমালোচনা যারা করবেন করেন, আমার কোনো আপত্তি নেই, শুধু একটা অনুরোধ থাকবে বাংলাদেশের অগ্রযাত্রা যেন ব্যাহত না হয় অথবা শত্রুর মুখে যেন কথার যোগান দেওয়া না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন।’

তিনি বলেন, ‘সমালোচনা যত হোক আমার আপত্তি নেই। সমালোকদের কখনো আমি ভয় পাই না বা এ নিয়ে আমি চিন্তিত না। বরং সমালোচনা বেশি হলে একটা সুযোগ সৃষ্টি হয়, কোন কাজটা ভালো হচ্ছে কোন কাজটা মন্দ হচ্ছে তা দেখার। তবে সমালোচনা যেন গঠনমূলক হয়। সমালোচনা যেন দেশের জন্য, দেশের মানুষের জন্য ক্ষতিকর না হয়।’

সংবাদপত্র মালিকদের অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়নের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকর্মীদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড চালু করা হয়েছে। যেসব পত্রিকা ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছে, তাদের বিজ্ঞাপনের হার দ্বিগুণ করা হয়েছে। যারা এখনও এটি বাস্তবায়ন করেনি, তাদের বিষয়টি সরকার নিবিড়ভাবে মনিটর করছে। ওয়েজ বোর্ড বাস্তবায়নে যারা ব্যর্থ হবে তাদের সরকারি সুযোগ-সুবিধা সীমিত করে দেওয়া হবে।’

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনে সরকারের পাশাপাশি মালিক, সাংবাদিক ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে সিড মানি দেওয়া হবে। এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।’

সম্প্রচার নীতিমালা ২০১৪ প্রণয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘এ নীতিমালার আওতায় সম্প্রচার কমিশন আইন প্রণয়ন করা হবে। যত শিগগির সম্ভব এ আইন প্রণয়নের কাজ সম্পন্ন করা হবে।’

শিগগির অনলাইন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে অসংখ্য অনলাইন গণমাধ্যম চালু রয়েছে। বর্তমানে অনলাইন গণমাধ্যমের কোনো নীতিমালা নেই। এখানে অনেক সময় এমন সব ছবি, তথ্য আসে যেটা সমাজের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশুদের জন্য। এজন্য একটা অনলাইন নীতিমালা একান্তভাবে প্রয়োজন।’

সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদসহ বিএনপি-জামায়াতের সহিংস রাজনীতির বিরুদ্ধে জনমত তৈরিতে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে বলেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংসদ সদস্য এ কে এম রহমত উল্ল্যাহ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব সুরাইয়া বেগম, তথ্য সচিব মর্তুজা আহমেদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদসহ বিশিষ্ট সম্পাদক ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

আপডেট :   বাংলাদেশ সময় : ১০:৩৭ অপরাহ্ন, ১ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৬ জুলাই ২০১৫

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি