চাঁদপুরে ইসলামী যুব আন্দোলন জেলা কার্যকরী পরিষদের এর পূর্ণাঙ্গ কমিটি গঠন, শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে শহরের বিপনিবাগ জেলা কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আহমাদ এর সভাপতিত্বে শপথ গ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন পরিচিতি সভা ও শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান।
জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক এইচ.এম নিজাম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কেএম ইয়াসীন রাশেদসানী।
এছাড়া অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চাঁদপুর পৌর সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হোসেন। এছাড়াও জেলা উপজেলা যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি যুব আন্দোলনের জেলা নির্বাহী পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন এবং দায়িত্বশীলদের কে শপথ বাক্য পাঠ করান।
ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে মাওলানা হেলাল আহমদ সভাপতি, একে মুখতার হোসাইন সহ-সভাপতি, এইচ.এম নিজাম উদ্দিন সাধারণ সম্পাদক, মোঃ আবুবকর সিদ্দিক যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ নেছার উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
শপথ অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ যুব আন্দোলনের ১৯/২০ সালের বিদায়ী সাধারণ সম্পাদক কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ১৯ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur