Home / চাঁদপুর / চাঁদপুরে অবৈধ ব্রিকফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা
অবৈধ

চাঁদপুরে অবৈধ ব্রিকফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে এবং ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন অমান্য করে ভাটা পরিচালনা করার দায়ে চাঁদপুরে একটি ইটভাটাকে অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে শাহতলীর আর এন্ড এস ব্রিক ফিল্ডকে দীর্ঘদিন যাবত লাইসেন্স না নিয়ে ব্রিকফিল্ড পরিচালনা করার দায়ে ১ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ। এ সময় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটা বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়ম নীতি তোয়াক্কা না করলে সকলকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর উত্তম কুমার, পেশকার মোঃ জহিরুল ইসলাম, পুলিশ ফোর্সের সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা প্রদান করেন।  

প্রতিবেদকঃশরীফুল ইসলাম,১৯ ফেব্রুয়ারি ২০২১