কেরানীগঞ্জের পূর্ব চড়াইলে পাঁচতলা ভবন থেকে পড়ে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম নুসরাত জাহান (১৯)। তিনি ঢাকা মহানগর মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তার মা রুনা বেগম পুতুল জানান, নাজমুল (সাকিব) নামে এক ছেলের সঙ্গে তিন বছর ধরে প্রেম ছিল তার মেয়ের। পারিবারিকভাবে তারা সেটা মেনে নিয়েছিলেন। কিন্তু হঠাৎ ওই ছেলের সঙ্গে তার মেয়ের ফোনে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ‘অভিমানে’ পাঁচতলা থেকে ‘লাফিয়ে’ পড়ে গুরুতর আহত হন ছাত্রী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
ছাত্রীর মা অভিযোগ করে বলেন, ‘নাজমুল (সাকিব) পুরান ঢাকায় থাকে। ব্যবসার জন্য বিভিন্ন সময় আমার মেয়েকে দিয়ে প্রায় সাত থেকে আট লাখ টাকা নিয়েছে। পরে আরও দুই লাখ টাকা দাবি করে। না দিতে চাইলে ফোনে অনেক ঝগড়া করে, এতে অভিমানে লাফিয়ে পড়ে মেয়ে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ঢাকা ব্যুরো চীফ,১৭ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur