Home / চাঁদপুর / চাঁদপুরে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ২৮১৫
সংখ্যা

চাঁদপুরে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ২৮১৫

চাঁদপুরে করোনা ল্যাব থেকে ৩৬টি রিপোর্টের মধ্যে আরও ৩জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮১৫ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮৮জন। সুস্থ হয়েছেন ২৬৬৮জন। বর্তমানে চিকিৎসাধীন ৫৯জন।

১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

করোনা শনাক্তের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন ও মতলব দক্ষিণের ১জন রয়েছেন। তবে এ দিন কাউকে করোনামুক্ত ঘোষণা করা হয়নি।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৮১৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২২৯জন, ফরিদগঞ্জে ৩১০জন, মতলব দক্ষিণে ৩০১জন, শাহরাস্তিতে ২৫৫ন, হাজীগঞ্জে ২৩৯জন, মতলব উত্তরে ২১০জন, হাইমচরে ১৭৩জন ও কচুয়ায় ৯৮জন।

করোনায় জেলায় মোট ৮৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

স্টাফ করেসপন্ডেট,১৭ ফেব্রুয়ারি ২০২১