করোনায় আক্রান্ত হয়ে আমেরিকা প্রবাসী চাঁদপুর শহরের কাঁচা কলোনীর ওসমান গনি মারা গেছেন (ইন্না লিল্লাহি …রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। ২০০৯ সালে তিনি আমেরিকা যাওয়ার আগ পর্যন্ত চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ওসমান গনি গত ১৪ জানুয়ারি করোনার আক্রান্ত হয়ে আমেরিকার পেনসিলভানিয়ার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। প্রায় একমাস আইসিওতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১২ ফ্রেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও বাবার কর্মস্থল সূত্রে ওসমান গনির জন্ম এবং বেড়ে উঠা ছিল চাঁদপুর শহরের কাঁচা কলোনীতে। তার বাবা মরহুম সেকান্দার আলী মাস্টারও ছিল উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
মৃত্যুকালে তিনি এক মেয়ে, স্ত্রী, মা ভাইবোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওসমান গনির মৃত্যুতে চাঁদপুরে শোকের ছায়া নেমে এসেছে।
করেসপন্ডেট,১৪ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur